আপনার ডাটা সম্পূর্ন নিরাপদ
Posted on 2024-02-25
বিজয় কীবোর্ড আপনার কোন তথ্য সংগ্রহ করে না।আপনার সামনে গুগল প্লে স্টোর থেকে যে ম্যাসেজ দেখানো হয়েছে তা এন্ড্রয়েড সিস্টেম থেকে সব থার্ডপার্টি কীবোর্ডের ক্ষেত্রেই দেখানো হয় ।
বিজয় কীবোর্ড আপনার কোন গোপন তথ্য যেমন পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য কখনো আপনার ডিভাইসে ও বিজয় কীবোর্ডে সংরক্ষণ করে না।বিজয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একমাত্র প্রমিত মান ।
এই প্রমিত মানটি হচ্ছে বিডিএস ১৭৩৮:২০১৮ । একই কীবোর্ড লেআউট আপনি ম্যাকিন্টোস, উইন্ডোজ ও এন্ড্রয়েডে ব্যবহার করতে পারেন ।এই সফটওয়্যারটি এন্ড্রয়েডে ব্যবহার করার জন্য ।বিজয় দিয়ে আপনি বাংলা সকল বর্ণ অবিকৃতভাবে লিখতে পারেন । যুক্তাক্ষরসহ কোন বর্ণ ভাঙ্গেনা, নষ্ট হয়না ।সম্পূর্ন নিরাপদ থাকার জন্য, বিজয় কীবোর্ড ব্যবহার করুন, বিজয় ব্যবহার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
বিস্তারিত